এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পরে শত শত শিক্ষার্থী। এতে উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।
এঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বতী সরকারের উপদেষ্টা আসিম মাহমুদ ফেসবুক পোস্টে এক সতর্কবার্তা দিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, সচিবালয়ে ইনভেশন করে, বিশৃঙ্খলা তৈরী করে আপনারা কি দাবি আদায় করতে চান? আলোচনার জন্য প্রতিনিধি আহ্বান করা হলেও তারা দিতে পারেনি। লিখিত দাবি চাইলে তাও দিতে পারেনি। অনেকেই জানে না দাবি কি!যারা সত্যিকরা অর্থেই দাবি নিয়ে এসেছেন আপনাদের সাথে আসা বাকিদের চেনেন? তারা কোন দূর্ঘটনা ঘটালে দায় নিতে পারবেন? অবশ্য এই স্ট্যাটস দেওয়া কিছুক্ষণ পর ডিলিওট করে দেন।
টিবি
Discussion about this post