সড়কপথে যানজটের ভগান্তিতে এমনিতেই নাকাল অবস্থা জনজীবনের । এবার সে ভগান্তিতে নতুন মাত্রা যুক্ত করলো বিমান। সড়ক পথে চলতে গিয়ে বিমান আটকে পরলো সেতুর নিচে । শুনে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে ভারতে। ভারতের বিহার রাজ্যের মোতিহারি এলাকার ব্যস্ত রাস্তায় একটি সেতুর নিচে আটকে গেল আস্ত বিমান।
শুক্রবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিমানটিকে সড়কপথে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। মোতিহারির পিপরাকোঠি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় বিমানটি আটকে যায়। কিছুতেই বিমানের বিশাল দেহ সেতুর নিচ দিয়ে যাচ্ছিল না। ব্যস্ত রাস্তায় অন্যান্য যানবাহনের মাঝে বেমানান বিমান দেখতে মানুষের ভিড় জমে যায়। ফলে তৈরি হয় তীব্র যানজট। দীর্ঘক্ষণের চেষ্টায় বিমানটিকে রাস্তা থেকে সরানো হয়।
গণমাধ্যমটি আরো বলেছে, সেতুর নিচে আটকে বিমানের যথেষ্ট ক্ষতি হয়েছে। বিভিন্ন অংশ ভেঙে গেছে। ট্রাক চালক ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর বিমানটিকে রাস্তার ওপর থেকে সরানো হয়। বিমানের ভাঙা অংশগুলো সরিয়ে রাস্তা ফাঁকা করে দেয় কর্তৃপক্ষ।
ভারতে সড়কপথে বিমানের আটকে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। গত বছরের নভেম্বরে অন্ধ্র প্রদেশের বাপাতলা জেলায় আন্ডারপাসের নীচে আটকে পড়েছিল একটি বিমান। সেটিও সড়কপথে ট্রাকে করে কোচি থেকে হায়দরাবাদ নিয়ে যাওয়া হচ্ছিল।
এস আর/
Discussion about this post