নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় ৬ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধারের তিনঘণ্টা পার হলেও তাদের এখনও জ্ঞান ফেরেনি।
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন, সকালের দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি অচেতন অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসেন। কিছুক্ষণ পর এক ব্যক্তির কিছুটা কথা বলার চেষ্টা করে। অল্প কথায় জানান, তাদের বাড়ি গাইবান্ধা ও রংপুর জেলায়। ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন তারা। ট্রাকে করে ফিরছিলেন বাড়িতে। পথে কিভাবে কি হয়েছে তা তারা জানেন না। কিছুক্ষণ কথা শেষে তিনি আবারও অচেতন হয়ে পড়েন।
চিকিৎসক আরও জানান, হাসপতালে ভর্তির পরেই তাদের স্যালাইনসহ যাবতীয় চিকিৎসা দেয়া হচ্ছে। জ্ঞান ফিরতে আরও কয়েক ঘণ্টা লেগে যেতে পারে। সম্ভবত ছিনতাইকারী চক্র তাদের চেতনানাশক মেডিসিন খাইয়েছে। কারণ তাদের কাছে টাকা কিংবা মোবাইল কিছুই ছিলো না।
এদিকে, ওই সড়কের বিভিন্নস্থানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করতে সংগ্রহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্রঃ চ্যানেল ২৪
এ ইউ/
Discussion about this post