পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন (বন্ধু) শিক্ষার্থীর জানাজা তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান মিয়াপুর হাজী জসীমউদ্দীন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টায় জানাজায় ইমামতি করেন পদ্মবিলা মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রহমত-উল্লাহ। জানাজায় সহপাঠী, শিক্ষক এবং স্থানীয় হাজারো মানুষ অংশ নেন।
নিহত সাকিব হাসানের বাবা মোশারফ হোসেন বলেন, “আমাদের সন্তানদের বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে সচেতন করতে হবে, যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ জানান, “আমাদের প্রিয় শিক্ষার্থীদের অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। এ কারণে রোববার বিদ্যালয়ে শোক পালন করা হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা-ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন এবং আরও দুই জন গুরুতর আহত হন।
নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের আশিক রহমান, শাকিব হাসান ও ফাহাদ হোসেন, যারা মিয়াপুর হাজী জসীমউদ্দীন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত দুই শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ইউ/
Discussion about this post