সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) মাহাইলের আসির অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের রেড ক্রিসেন্ট এবং নিরাপত্তা সংস্থা জানিয়েছে- ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
স্থানীয় মিডিয়ার খবর,দুই গাড়ির মধ্যে সংঘর্ষে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে এ ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ১৬ বছর এবং বাকী একজনের বয়স ১৮ বছর। সম্প্রতি সময়ে দেশটিতে সড়ক দুর্ঘটনার হার বেড়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে- ট্রাফিক আইন না মানায় সড়ক দুর্ঘটনা বেড়েছে।
গত বছরের নভেম্বরে তিন গাড়ির মধ্যে সংঘর্ষে ৮ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরও পাঁচজন। সরকারি তথ্য অনুযায়ী সৌদি আরবে ২০২২ সালে ৪ হাজার ৫৫৫ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।
এ এস/
Discussion about this post