সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইয়াকুব হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি প্রবাসী মৃত্যু হয়েছে।
শনিবার( ২ ডিসেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থানীয় সময় বেলা ১১ টার দিকে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।নিহত ইয়াকুব হোসেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নিহতের বড় ভাই আবু ইউসুফ জানান, চার বছর আগে সৌদি যান ইয়াকুব হোসেন।সেখানে তিনি একটি কোম্পানিতে বিক্রয়কর্মীর কাজ করতেন। শনিবার মালামাল সরবরাহের জন্য যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় ইয়াকুব মারা যান। সৌদির জিদান শহরের থাকা আরেক ছোট ভাই রাশেদ ইয়াকুবের মৃত্যুর খবর জানায়।ইয়াকুবের মরদেহ রিয়াদের একটি হাসপাতালে রয়েছে।
তিনি আরো জানান, ইয়াকুব সম্প্রতি কোম্পানি থেকে ছুটি নিয়ে দেশে আসতে চেয়েছিল। ছুটি পাওয়ার খবর জানিয়েছিল। কিন্তু তাঁর আর দেশে আসা হলো না।ইয়াকুবের মৃত্যুর আগে মুহূর্তে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিল। ইয়াকুবের মৃত্যুর খবরে মা বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন। সৌদি প্রবাসী আরেক ছোট ভাই রাশেদ জানিয়েছে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে।
কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলী জানান, ইয়াকুব হোসেন নামে সৌদি প্রবাসী মারা গেছেন বলে শুনেছি। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কিছু জানায়নি।
Discussion about this post