দেশের সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান আজ (মঙ্গলবার) থেকে খোলা থাকবে। সোমবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে বলা হয়, মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।
এর আগে গত মাসে ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের জন্য অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
এ এ/
Discussion about this post