টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বাড়ছে। বন্যার পানিতে নদী তীরবর্তী চর-দ্বীপ ও নিম্নাঞ্চল ডুবে গেছে, তলিয়ে গেছে কিছু ঘরবাড়ি এবং সবজির খেত।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধরলা নদীর পানি বেড়ে তালুক শিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।অন্য দিকে ধরলা নদীর পানিও সেতু পয়েন্টে বেড়েছে। এছাড়া ব্রহ্মপুত্র নদীর পানি চিলমারী ও নুনখাওয়া পয়েন্টে বাড়ছে। নদ-নদীর পানি বৃদ্ধির ফলে রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার ১৫টি পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি, গতকাল রাত থেকে কুড়িগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ১২ ঘণ্টায় জেলায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা আর দু-একদিন থেমে থেমে অব্যাহত থাকতে পারে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি ও তালুকশিমুল বাড়ী পয়েন্ট ধরলার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এস এম/
Discussion about this post