নিজেদের যত সম্পদ ছিল, তার প্রায় সব বিক্রি করে বিশ্বভ্রমণে বেরিয়েছেন মার্কিন এক দম্পতি। বাড়িসহ প্রায় সব সম্পদ বিক্রি করে দেন। এরপর সব ছেড়ে তাঁরা বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণে।
তারা হলেন, জন হেনেসি (৭৬) ও তাঁর স্ত্রী মেলোডি হেনেসি (৬৪)। তারা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা তাঁরা স্বপ্ন দেখতেন, একসঙ্গে বিশ্বভ্রমণ করবেন। স্বপ্নপূরণের লক্ষ্যে তিন বছর আগে ‘সাহসী’ এক সিদ্ধান্ত নেন তাঁরা।
সম্পদ বিক্রির অর্থ দিয়ে সবার আগে একটি মোটরহোম (এক কক্ষের বাড়িতে রূপান্তরিত গাড়ি) কেনেন জন ও মেলোডি। মোটরহোমে করে তাঁরা গোটা যুক্তরাষ্ট্র ঘুরে বেড়ান। এরপর যান প্রতিবেশী দেশগুলোতে। তবে একপর্যায়ে গিয়ে এভাবে ভ্রমণ করার বিষয়টি একঘেয়েমি মনে হয় তাঁদের।
হঠাৎ একদিন ফেসবুকে একটি বিজ্ঞাপনে চোখ আটকে যায় জন ও মেলোডির। বিজ্ঞাপনটি ছিল টানা ২৭৪ দিন প্রমোদতরিতে ভ্রমণের। প্রমোদতরির যাত্রী হতে দ্রুত নিবন্ধন করেন জন ও মেলোডি। সংসারজীবন ছেড়ে উঠে পড়েন তাতে। এরপর বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছেন তাঁরা। এখন আছেন ডমিনিকান রিপাবলিকে।
মার্কিন এই দম্পতি বলেন, সংসারজীবন চালানোর চেয়ে এই ‘সন্ন্যাসজীবনে’ খরচ বরং কম। জন হেনেসি বলেন, ‘আমাদের এখন জাহাজভাড়া ও উপকূলে নেমে কোনো দেশ ভ্রমণ করলে ক্রেডিট কার্ডে কিছু খরচ হয়। তবে এখন আমাদের আর গৃহস্থালি খরচ বা ঋণ পরিশোধ করতে হয় না। দিতে হয় না গ্যাস, পানি ও বিদ্যুৎ–ইন্টারনেটের মতো বিভিন্ন পরিষেবার বিল। গাড়ি বা সম্পদের বিমার খরচ নেই। আমরা এ ব্যাপারে খুবই নিশ্চিত যে সংসারের চেয়ে এতে খরচ কম। আগে আমাদের যে ব্যয় হতো তার চেয়ে খরচ প্রায় অর্ধেক কমে গেছে। আগে তাদের বাৎসরিক খরচ হতো প্রায় ৫৪ হাজার মার্কিন ডলার যা এখন অর্ধেক কমে প্রায় ২৭ হাজার ডলারে নেমে এসেছে।
ভ্রমণের ক্ষেত্রে নানান অদ্ভুত সব কাণ্ড করেন এ দম্পতি। যেমন কোন একটি জাহাজে ভ্রমণের ক্ষেত্রে জাহাজের একটি পুরো কেবিন কিনে নিজেদের মত করে সাজিয়ে নেন। একদম নিজেদের ঘরের মত করে। ফলে একদিকে পাওয়া যায় ঘরোয়া আবহ অপরদিকে উন্মুক্ত সমুদ্রের স্বাদ।
জন ও মেলোডি জানান, তাঁরা যে প্রমোদতরিতে আছেন, সেটি যখন কোনো দেশের বন্দরে নোঙর করে, তখন সেই দেশে সাধারণত পাঁচ থেকে সাত দিন ঘুরে বেড়ানোর সুযোগ পান তাঁরা। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত প্রমোদতরিতে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করছেন বলেও জানালেন তাঁরা।
ওই দম্পতি জানান, সম্প্রতি তারা ভিলা ভেই নামক ক্রুজ শিপে ১৫ বছরের জন্য একটি কেবিন কিনবেন। ওই ক্রুজের প্রধান নির্বাহী জানান, তাদের জাহাজের প্রায় ৩০ শতাংশ কেবিন এমন দীর্ঘ সময়ের জন্য অনেক পর্যটক কিনে নিয়েছেন।
এস আর/
Discussion about this post