কয়েক মাস আগে হয়েছিল বাগদান। পরিকল্পনা ছিল, সব ঠিক থাকলে কয়েক বছরের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ সুস্মিতা দে’র ক্ষেত্রে। তার আগেই হবু বর অনির্বাণ রায় মন্তব্য করেন, ‘ভেঙে গিয়েছে তাদের সম্পর্ক।’
মূলত ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি এই সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। সেখানে লেখেন, ‘সুস্মিতা দে প্রসঙ্গে কোনো পোস্ট বা প্রশ্ন আমাকে করবেন না। ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়েছি।’ মুহূর্তেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, মর্মাহত হন সুস্মিতার ভক্তরা। যদিও পরে পোস্টটি মুছে ফেলেন অনির্বাণ।
এ বিষয়ে জানতে ভারতীয় একটি গণমাধ্যম সুস্মিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। এমনকি পরেও কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি এই অভিনেত্রী।
তবে এবার ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন সুস্মিতা। ভগবান কৃষ্ণের নামে দিলেও স্ট্যাটাসগুলো দেখে অনুমান করা যায়, সেখান প্রকাশ পেয়েছে মন ভাঙার যন্ত্রণা। ইনস্টা স্টোরিতে শেয়ার করা একটি ছবিতে সুস্মিতা লিখেছেন, ‘কখনো কখনো কৃষ্ণ আমাদের পরিস্থিতি ঠিক করতে পারেন না। কিন্তু, আমাদের হৃদয়ের পরিবর্তন করার চেষ্টা করেন।’
অপর পোস্টে তিনি লিখেছেন, ‘আমি একটা জিনিস জানি, কৃষ্ণ কোনো দিন আমার হাত ছেড়ে দেবে না।’ আরেকটি পোস্টে সুস্মিতা লিখেছেন, ‘প্রত্যেকের জীবনই একজন বিশেষ ব্যক্তি থাকে। আমার জীবনে রয়েছে ভগবান কৃষ্ণ।’ কিছুদিন আগে সুস্মিতা দে বলেছিলেন, ‘আমাদের বাগদান হয়েছে। তবে বিয়ের এখনও কয়েক বছর বাকি।’ জি বাংলার রিয়্যালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’। এতে অনির্বাণকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এ অনুষ্ঠানেও অনির্বাণকে হবু স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, অনেক দর্শকপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন সুস্মিতা দে। এ তালিকায় রয়েছে পঞ্চমী, বউমা একঘর, অপরাজিত অপু প্রভৃতি। বর্তমানে তিনি ‘কথা’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।
এ এস/
Discussion about this post