অন্তর্বর্তী সরকারকে আবেগের বশবর্তী হয়ে কিছু না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল পিপলস পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তাই অন্যপথে না হেটে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন।
তিনি বলেন, গঠনমূলক সংস্কার না হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না। তাই দেশের স্বার্থকে সব সময় সামনে রাখতে হবে। এছাড়া নিজের জায়গা যাতে নষ্ট না হয় সে বিষয়ে সজাগ থাকতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
এ ইউ/
Discussion about this post