কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে ৩৯ জন নিহত হয়েছে। ন্যাশনাল রাইটস ওয়াচডগ এ তথ্য জানিয়েছে। এ অবস্থায় বিক্ষোভকারীরা নতুনভাবে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। কেনিয়ার ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস (এনকেসিএইচআর) সোমবার (০১ জুলাই) টোল ঘোষণা করেন। আগের তুলনায় এই টোল দ্বিগুণ করা হয়েছে।
এনকেসিএইচআর’র তথ্যানুয়াযীয় ট্যাক্স বিরোধী বিক্ষোভ দেশব্যাপী ৩৯ জন মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৩৬১ জন। রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৮ জুন থেকে ১ জুলাইয়ের চিত্র তুলে ধরেছে। সংস্থাটি আরও জানিয়েছে, ৬২৭ বিক্ষোভকারীকে গ্রেপ্তার এবং ৩২টি জোরপূর্বক গুমের মামলা দায়ের করা হয়েছে।
তরুণ প্রজন্মের অংশগ্রহণে শান্তিপূর্ণ ট্যাক্স বিরোধী বিক্ষোভ গত মঙ্গলবার সহিংসতার রূপ নেই। দেশটির আইনপ্রণেতারা বিতর্কিত আইনটি পাস করার পর থেকেই এর বিরুদ্ধে বিক্ষোভ হয়ে আসছে। টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে গত রোববার দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, সহিংস বিক্ষোভে ১৯ জন প্রাণ হারিয়েছে এবং এ ঘটনায় তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। একই সঙ্গে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
এনকেসিএইচআর বলছে, সহিংস বিক্ষোভে বিক্ষোভকারীরা মেডিকেল কর্মী, আইনজীবী, সংবাদিক, গির্জা, জরুরি মেডিকেল সেন্টার এবং অ্যাম্বুলেন্সেও হামলা চালাচ্ছে। যদিও কেনিয়ার প্রেসিডেন্ট রুটো গত সপ্তাহে জানিয়েছেন তিনি ট্যাক্স বৃদ্ধির বিলে স্বাক্ষর করবেন না। তারপরও বিক্ষোভকারীরা মঙ্গলবার নতুন করে আবারও বিক্ষোভের ডাক দিয়েছে।
বিক্ষোভকারীরা বিক্ষোভের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অকুপাই এভরিহোয়েয়ার’, ‘রুটো মাস্ট গো’ এবং ‘রিজেক্ট বাজেট করাপশন’ হ্যাশট্যাগ ব্যবহার করছে।
এ এস/
Discussion about this post