সরকারিভাবে কর্মী নেবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ফিজি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বোয়েসেল এর মাধ্যমেই পাঠানো হবে কর্মীদের। সম্প্রতি বোয়েসেলে’র ওয়েবসাইটে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিজিয়ান প্রতিষ্ঠানে ম্যানেজার, হিসাবরক্ষক, বাস-ট্রাক ড্রাইভার কিংবা শেফ’সহ বেশকিছু কারিগরি পদে ৮৪ কর্মী নিয়োগ দেবে। যাদের মাসিক বেতন ৪০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা হবে।
বিজ্ঞপ্তিতে চারকির শর্তাবলীতে জানানো হয়েছে, ফিজি গমেনর জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি জানতে হবে। চাকরিতে যোগদানের জন্য বিমান ভাড়া যাত্রীকে বহন করতে হবে। তবে, চাকরি শেষে দেশে আসার বিমান ভাড়া বহন করবে নিয়োগকারী কোম্পানী। কর্মীর চাকরির চুক্তির মেয়াদ ২ বছর যা নবায়নযোগ্য। প্রতি সপ্তাহে ৪০-৪৮ ঘণ্টা কাজ করতে পারবেন। কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের খরচ নিয়োগদাতা কোম্পানি বহন করবে। তবে খাওয়া খরচ নিজেকে বহন করতে হবে। কয়েকটি পদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে বলেও বিজ্ঞপত্তিতে জানানো হয়েছে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য জমা দিয়ে ২ নভেম্বরের মধ্যে বোয়েসেলের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন করতে ক্লিক করুন
নিয়োগ বিজ্ঞত্তি দেখতে ক্লিক করুন
ফিজি সম্পর্কে আরও তথ্য জানেত ক্লিক করুন
Discussion about this post