পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন। তার অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) নজরুল ইসলাম ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকারি নীতিনির্ধারণী মহলে এ বিষয়ে অনুমোদন প্রক্রিয়া চলছে বলে মঙ্গলবার (২০ মে) একাধিক জ্যেষ্ঠ কূটনৈতিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
সূত্র বলছে, জসীম উদ্দিন কেবল ছুটিতে যাচ্ছেন না— তাকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হচ্ছে। ছুটির মেয়াদ শেষে তিনি উত্তর আমেরিকার কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেতে পারেন বলেও আভাস মিলেছে।
এর ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো পররাষ্ট্রসচিব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। গত বছরের সেপ্টেম্বরে জসীম উদ্দিন এই পদে যোগ দেন। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা তিনি। নিয়ম অনুযায়ী তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ২০২৬ সালের ডিসেম্বরে।
নতুন পররাষ্ট্রসচিব হিসেবে বিসিএস ১৫তম ব্যাচের কোনো একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। বিষয়টি দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পাওয়ার এক বছরেরও কম সময়ে পদত্যাগ বা অপসারণের ঘটনা বিরল। স্বাধীনতার পর এ পর্যন্ত মাত্র তিনবার এমন ঘটনা ঘটেছে— ১৯৭২ সালে সৈয়দ আনোয়ারুল করিম, ১৯৮৯ সালে এ কে এইচ মোরশেদ এবং ২০০১ সালে সৈয়দ মোয়াজ্জেম আলীকে এক বছরের মধ্যেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
এস এইচ/
Discussion about this post