‘আমি প্রবাসী’ অ্যাপ এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সমন্বয়ে এবার সহজেই চিকিৎসা সেবা পাবেন বিদেশে কর্মরত প্রবাসীরা।
এ বিষয়ে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী এবং আমি প্রবাসী লিমিটেডের হেড অব বিজনেস অপারেশন আহসানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সম্প্রতি এক চুক্তিতে সই করেছেন।
সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস একটি অনলাইন টেলিমেডিসিন সার্ভিস। এটি অনলাইনে ডাক্তার দেখানোর জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের ‘সুখী’ অ্যাপ থেকে সেবাপ্রার্থী চাইলে যেকোনো স্থান থেকেই বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং ডাক্তারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারেন। এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ায় আমি প্রবাসী অ্যাপের ব্যাবহারকারীগণ এখন থেকে প্রবাসে বসেই অনলাইনে ডাক্তার দেখাতে পারবেন সহজে। অনলাইনে দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন প্রবাসীরা। আর ডাক্তার এবং বিশেষজ্ঞরা বাংলাদেশি হওয়ায় প্রবাসী কর্মীগণ বিদেশে বসেও বাংলায় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
এদিকে আমি প্রবাসী প্ল্যাটফর্মের আওতায় ইতোমধ্যে প্রায় ৬০ লাখ অভিবাসনপ্রত্যাশী কর্মী সেবা পেয়েছেন। প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত রয়েছে দেশের প্রায় ২২০০টির অধিক বৈধ রিক্রুটিং এজেন্সি। অ্যাপ থেকে চাকরি নির্বাচন করে একজন অভিবাসন প্রত্যাশী সহজেই কাজ নিয়ে বিদেশ যেতে পারছেন, পড়তে হচ্ছে না দলালের খপ্পরে।
এম এইচ/
Discussion about this post