ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এবার এই দুই ভিন্ন অঙ্গনের সুপারস্টারকে পাওয়া গেল একমঞ্চে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক অ্যান্ড হারল্যানের পণ্য ‘টাইলক্স’ এর শুভেচ্ছাদূত হলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব।
শনিবার (৯ মার্চ) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঘটা আয়োজনে শাকিব-সাকিব চুক্তিস্বাক্ষর সেরেছেন। শাকিব ও সাকিবের মধ্যে চমৎকার সুসম্পর্ক অনেক আগে থেকেই। এই চুক্তির মাধ্যমে সেই সম্পর্ক আরও জোরাল হলো।
অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘সাকিব আল হাসান কিংবা শাকিব খান, যে নামে ডাকা হোক; উই আর ব্রাদার। আজকে একটা অলরাউন্ডার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলো বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান শুধুই যুক্ত হয়নি, বরং উচ্ছ্বসিত মনে যুক্ত হয়েছে। কারণ সেও বুঝেছে, এটা সত্যিই একটা বিশ্বমানের পণ্য। যেটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। আমরা একসঙ্গে কাজ করব, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব।’
অন্যদিকে, সাকিব আল হাসান বলেন, ‘অনেক রিসার্চ এবং হার্ডওয়ার্কের ফল এই ‘টাইলক্স’। আমি আশা করি ‘টাইলক্স’ দেশের মাটিতে নিজেকে প্রমান করতে সক্ষম হবে এবং এর অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলবে।’
উল্লেখ্য, গত জানুয়ারিতে রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত হন শাকিব খান। প্রতিষ্ঠানটি কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার ও স্কিন কেয়ার ইত্যাদি বিষয়ক পণ্য উৎপাদন ও বাজারজাত করবে।
এফএস/
Discussion about this post