হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদকের করা মামলার রায় শুনে আদালত থেকে পালালেন সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার।
মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম এ মামলার রায় ঘোষণা করেন। জামিনে থাকা আসামি মো. জামাল উদ্দিন সরকার রায় শুনতে আদালতে হাজির হন। ওকালতনামায় স্বাক্ষরও করেন তিনি। আদালত তাকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেন। সাজার রায় শোনার পর এক ফাঁকে আদালত থেকে পালিয়ে যান তিনি।
এ বিষয়ে জামাল উদ্দিনের আইনজীবী হারুন অর রশিদ বলেন, তিনি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পেছনে তাকিয়ে দেখি তিনি চলে গেছেন।
যারা জনগণের আমানতকে খেলা মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজিব দে জানান, এ মামলায় আসামি জামাল জামিনে ছিলেন। আজকে হাজিরা দিয়েছেন। রায়ের পর তাকে না পাওয়ায় তার জামিন বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
টিবি/
Discussion about this post