পাহাড়ের আঞ্চলিক দুই দলের বন্দুকযুদ্ধের ঘটনায় রাঙামাটির সাজেক ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। এতে পর্যটননগরী সাজেকে ঘুরতে এসে আটকা পড়েছেন প্রায় সাড়ে ৫০০ পর্যটক।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় ৪ ডিসেম্বর থেকে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
এতে ভ্রমণে এসে আটকা পড়েছেন এসব পর্যটক।
এই নির্দেশনার ফলে সাজেকের বাঘাইহাট থেকে নতুন করে কোনো পর্যটক আজ সাজেকে প্রবেশ করতে পারবেন না। তেমনি সেখানে অবস্থান করা পর্যটকরাও নিজ গন্তব্যে ফিরতে পারবেন না।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ এলে পর্যটকরা গন্তব্যে ফিরতে শুরু করবেন বলে জানিয়েছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।
স্থানীয়রা বলছেন, গত ৩০ নভেম্বর থেকে সাজেকের বিভিন্ন এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খীসার ইউপিডিএফের অস্ত্রধারীদের মধ্যে থেমে থেমে বন্দুকযুদ্ধ চলছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ‘পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক অভিযান চালাতে পারছে না। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে আজকেও দুপক্ষের বন্দুকযুদ্ধের কথা শুনেছি।’
তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছেন জেলা প্রশাসন। এতে ভ্রমণে আসা কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে পরিস্থিতির উন্নতি হলে তাদের নিজ গন্তব্যে ফেরার ব্যবস্থা করা হবে।
এ ইউ/
Discussion about this post