বিদেশি মদ পাচার করার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি টিম। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার সুলতানপুর এলাকা তাকে আটক করে র্যাব সদস্যরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯।
আটক মো. ইদ্রিস মিয়া আখাউড়া উপজেলা দক্ষিণ ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এ সময় ইদ্রিস মেম্বারের এক সহযোগী মো. সায়মন মিয়াকে ও আটক করা হয়েছে। তারা দুজনই সীমান্তবর্তী আবদুল্লাহপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে বিদেশি মদ পাচারের সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এস/এইচ
Discussion about this post