জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার- ২০২৩ সাত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে দেওয়া হয়েছে । রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে রোববার (১৯ মে) পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরস্কারপ্রাপ্তদের নগদ অর্থ, ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হয়েছে। একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ‘১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা- ২০২৪’-এর উদ্বোধন করেন।
আরও পড়ুনঃ দেশের মানুষ ভিক্ষা করে চলবে না: প্রধানমন্ত্রী
জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেয়েছে ,বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা স্বপ্না রাণী সেন, মো. শাফাত কাদির, মো. ওয়ালিউল্লাহ ভূঁইয়া, তাসলিমা মিজি, বর্ষসেরা পুরুষ মাঝারি উদ্যোক্তা আশরাফ হোসেন মাসুদ, বর্ষসেরা মাঝারি নারী উদ্যোক্তা সীমা সাহা ও বর্ষসেরা স্টার্ট আপ মদিনা আলী।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম, এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান প্রমুখ।
এ এ/
Discussion about this post