ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদী কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে। সম্প্রতি এক মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তখন আদালতে নায়িকার জামিনদার হিসেবে দেখা যায় শেখ সাদীকে। ফলে দুইয়ে দুইয়ে চার! এরপর থেকে শুরু হয় প্রেমের গুঞ্জন। ২৮ বছরের এই তরুণ এখনও বিয়ে করেননি। পরীমনি বয়স ৩৩ বছর, একাধিক ডিভোর্স হয়েছে তাঁর। দুই সন্তানের মা! এই অসম বয়সের প্রেম-ভালোবাসা কি আদৌ টিকবে, এই মর্মে জল্পনা এখন সোশ্যাল মিডিয়াতে।
যদিও দুইজনের তাদের সম্পর্কের ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন। তবে হঠাৎ শেখ সাদীর এক ফেসবুক পোস্ট যেন দুইজনের প্রেমের গুঞ্জন আরও উস্কে দেয়। এরপর দুইজনেই বার বার তাঁদের সম্পর্কের সমীকরণ স্পষ্ট করেন।
সম্প্রতি ফের পরীমনির কাছে প্রশ্ন ছিল শেখ সাদীর সঙ্গে সম্পর্কটা কী? এমন প্রশ্নে গণমাধ্যমে পরীমনি বলেন, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’
তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তাঁর সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়।
সাদী বলেন, ‘আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তাঁর মঙ্গল কামনা করি সব সময়।’
এস এইচ/
Discussion about this post