নতুন ক্লাব খোঁজার প্রক্রিয়ায় থাকাকালেই বড় আইনি সংকটে পড়েছেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার থমাস পার্টে। তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের ছয়টি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানায়, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিনজন নারীর করা অভিযোগের ভিত্তিতে পার্টের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী অভিযোগ করেছেন দুইবার ধর্ষণের, অন্যজন তিনবার ধর্ষণের এবং তৃতীয় একজন অভিযোগ করেছেন যৌন নিপীড়নের শিকার হওয়ার।
৩২ বছর বয়সী এই ঘানিয়ান ফুটবলারকে আগামী ৫ আগস্ট ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হতে হবে বলে জানানো হয়েছে।
মামলার তদন্তে নিয়োজিত কর্মকর্তা ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফারফি এক বিবৃতিতে বলেন, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো অভিযোগকারী নারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া। কেউ যদি এ বিষয়ে কোনো তথ্য জানেন বা প্রভাবিত হয়ে থাকেন, তবে অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।
আর্সেনাল ছেড়ে নতুন ক্লাবের খোঁজে ছিলেন ঘানার মিডফিল্ডার থমাস পার্টে। এরমধ্যেই তার বিরুদ্ধে যুক্তরাজ্যে ধর্ষণ ও যৌন নিপীড়নের মোট ছয়টি অভিযোগে আনুষ্ঠানিক চার্জ গঠন করেছে লন্ডন মেট পুলিশ।
২০২০ সালে স্প্যানিশ ক্লাব অ্যাথলেতিকো মাদ্রিদ থেকে ৪৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দেন থমাস পার্টে। এরপর থেকে ছিলেন আর্সেনালের মধ্যমাঠের গুরুত্বপূর্ণ অংশ। ২০২৪–২৫ মৌসুমে মিকেল আর্তেতার অধীনে প্রিমিয়ার লিগে ৩৫টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৪টি। তবে চলতি বছরের ৩০ জুন আর্সেনালের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে তিনি একজন ফ্রি এজেন্ট।
এস এইচ/
Discussion about this post