সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবির বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের মুনজিতপুর এলাকায় তার বাড়িতে এই অভিযান চালানো হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির বাড়িতে অভিযান চালিয়ে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। তবে তল্লাশি করে রাইফেলের তিনটা বাট, একটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, দুই সেট ওয়াকিটকি, ৪৮টি খালি কার্তুজ, একটি শটগানের কভার ও চারটি পিস্তল কভার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বলেন, সাবেক সংসদ সদস্য রবির নামে দুটি অস্ত্রের লাইসেন্স রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেগুলো জমা দেননি। অস্ত্র দুটি উদ্ধারে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। তবে অস্ত্র দুটি উদ্ধার করা যায়নি। দেশি অস্ত্র, ওয়াকিটকিসহ যেগুলো পাওয়া গেছে তা পুলিশের কাছে জমা রাখা হয়েছে।
এস/এইচ
Discussion about this post