ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও বিএনপি থেকে বহিষ্কৃত ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাজাপুরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলার কথা রয়েছে।
এর আগে, বুধবার সন্ধ্যায় শাহজাহান ওমরের গোডাউনঘাট এলাকার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলে বাড়ির বাইরের অংশের তিনটি কাচের গ্লাস ভেঙে যায়।
উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।
এম এইচ/
Discussion about this post