রাজশাহীর-৬ আসনের সাবেক এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার দুপুরে বাঘার আড়ানী পৌরসভার চকসিঙ্গা এলাকার তিনতলা বাসভবনে আগুন দেওয়া হয় বলে ওই বাড়ির কেয়ারটেকার জসিমউদ্দিন জানান।
জসিমউদ্দিন বলেন, “শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ লোকজন বাড়ির সামনে আসে। এরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা।
“দুই ঘণ্টা পর বেলা ২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাড়ির সমস্ত মালামাল পুড়ে যায়।”
শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন। আর দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
গত ৫ অগাস্ট আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হলেও শাহরিয়ারের বাড়িটি অক্ষত ছিল।
বৃহস্পতিবার শেষ পর্যন্ত বাড়িটিও জ্বালিয়ে দেওয়া হল। আওয়ামী সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে রয়েছেন।
বাঘা থানার ওসি আসম আসাদুজ্জামান বলেন, “ছাত্র জনতা গিয়ে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। শাহরিয়ারের বাড়ি ছাড়াও সাতাড়িপাড়া গ্রামে তার বিজিএমইএ-নামে একটি পোশাক প্রস্তুত ও রপ্তানি প্রস্তুতকারক একটি প্রশিক্ষণ কেন্দ্রে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়েছে।”
এ ইউ/
Discussion about this post