ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ-ডিএমপি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায়ও এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত গাড়িবহরে হামলার সময় সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বাড়িতেও ইট-পাটকেল ছোঁড়া হয়। বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করে বদিউল আলম, তার স্ত্রী ও ছেলেকে মাহবুব মজুমদারকে জীবননাশের হুমকি দেয়া হয়। বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে মামলা করেন বদিউল আলম মজুমদার।
এম এইচ/
Discussion about this post