বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহচর মনির হোসেন হাওলাদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওয়ারী থানার লারিমিনি স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শত শত শিক্ষার্থী-জনতা নিউমার্কেট থানাধীন মিরপুর রোডের ঢাকা কলেজের সামনে অবস্থান নেয়। ওই সময় আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে ঢাকা কলেজ শিক্ষার্থী শামীমসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা ও পথচারী গুরুতর আহত হন।
ওই ঘটনায় গত ২৪ নভেম্বর বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন ঢাকা কলেজ শিক্ষার্থী শামীম। পরবর্তী সময়ে মামলার প্রাথমিক তদন্তে গ্রেফতার মনির হোসেন হাওলাদারের জড়িত থাকার তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এস এম/
Discussion about this post