রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মো. এনামুল হককে গ্রেপ্তার করেছে। রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৫ আগস্ট রাজশাহী বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মো. এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
উল্লেখ্য, নবম, দশম ও একাদশ নির্বাচনে সংসদের সদস্য ছিলেন এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক। আওয়ামী সরকারের আমলে দুর্নীতি করে তিনি কোটি কোটি টাকার মালিক হন বলে অভিযোগ রয়েছে। ঋণের নামে ব্যাংক থেকেও বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এনামুল হক আত্মগোপনে ছিলেন।
এ ইউ/
Discussion about this post