বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ও আত্মার শান্তি কামনায় পঞ্চগড়ে গায়েবানা জানাজা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) জুমার নামাজের পর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে এই জানাজা অনুষ্ঠিত হয়জানাজায় জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাসহ সদর থানা ও পুলিশ লাইনের সদস্যরা অংশ নেন। জানাজা শেষে সারা দেশে পুলিশসহ সাধারণ মানুষ ও যেসব ছাত্র শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত হয়।
পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যার বিচার দাবি করে এস এম সিরাজুল হুদা বলেন, ‘পুলিশ সদস্যদের শহীদ হওয়ার একের পর এক নিউজ দেখে আমরা শোকাহত। আমাদের পুলিশ ভাইয়েরা যেভাবে শহীদ হয়েছেন তার বিচার চাই। এর বাইরে আমার বলার কিছুই নেই।’
তিনি আরও বলেন, ‘আমরাও সাধারণ মানুষ। অন্যরা যেভাবে চাকরি করে, আমরাও সেভাবে চাকরি করি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার ভাইয়েরা শহীদ হয়েছেন। পুলিশসহ যেসব সাধারণ মানুষ ও ছাত্ররা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। ইনশাআল্লাহ, আল্লাহ বড় বিচারক। তিনি সমস্ত অন্যায় ও অবিচারের বিচার করবেন। এই আত্মবিশ্বাস আমাদের আছে।’
পুলিশ সুপার বলেন, ‘আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চাই। একইসঙ্গে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব।’
এম/এইচ
Discussion about this post