ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া বিয়ে করেছেন।
গত শুক্রবার পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। নাদিয়ার বরের নাম সালমান আরাফাত। তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
বিয়ের পর নাদিয়া তার ফেসবুক প্রোফাইল এবং কভার ফটো বদলে ফেলেছেন। একটিতে দুই পরিবারের সবার সঙ্গে একটি স্থিরচিত্র শোভা পাচ্ছে, অন্যটিতে সালমান আরাফাতের সঙ্গে তার একটি ছবি রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ!’
বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কারো উপস্থিতি চোখে পড়েনি। সালহা খানম নাদিয়া নাটকের পাশাপাশি চলচ্চিত্রে কাজ করেছেন। ‘ড্রেসিং টেবিল’ ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায় তাকে দেখা গেছে। এ ছাড়া কলকাতায় ‘সুনেত্রা সুন্দরম’ নামে একটি চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী।
টিবি
Discussion about this post