জাতীয় পার্টির (জাপা) ১১ জন সংসদ সদস্য আগামীকাল বুধবারই (১০ জানুয়ারি) শপথ নেবেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামীকালেই শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। বুধবার সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে দলের নির্বাচিত সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান চ্যানেল টোয়েন্টিফোরকে বলেন, শপথে অংশ নেবে জাতীয় পার্টি। কিন্তু এদিন গেজেট প্রকাশিত হয়েছে। ফলে আমাদের দলের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। সেই অনুযায়ী, ১০ জানুয়ারিই শপথ নেব আমরা।
তিনি বলেন, আমাদের বিজয়ী প্রার্থীর সবাইকে এক জায়গায় আসতে সময় লাগছে। যে কারণে সময় চাওয়া হয়েছে। শপথ না নেয়ার কোনও কারণ নেই। আশা করি, সময়মতোই সব ঠিকঠাক হবে।
এ এস/
Discussion about this post