মাত্র ১ ফুট দুরত্ব। মাঝে কেবল এক দেওয়ালের ব্যবধান। এক পাশে পবিত্র কোরআনের তিলাওয়াত, অন্য পাশে প্রদর্শিত হতো সিনেমা। ২০০৮ সাল থেকে চলে আসছিলো এভাবে। স্থানটি নরসিংদীর রায়পুরার হাসনাবাদ গ্রামে। বলছি ছন্দা সিনেমা হলের কথা। আর এই সিনেমা হলটির পাশে অবস্থিত ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসা। প্রায় দেড় যুগ ধরে ইসলামের আলো ছড়াচ্ছে প্রতিষ্ঠানটি।
এবার মাদ্রাসার পাশে অবস্থিত সিনেমা হলটি ক্রয় করে নিচ্ছে খোদ মাদ্রাসা কর্তৃপক্ষ। যে সিনেমা হলটিতে এক সময় মুখর ছিলো চলচ্চিত্রপ্রেমীদের আড্ডায়। রূপালী পর্দা জুড়ে বিরাজ করতো রাজ্জাক,সালমানশাহ, কবরী, ববিতা,শাবানা, মান্না, মৌসুমী, রিয়াজ, পূর্ণিমাসহ হালের জনপ্রিয় নায়ক শাকিব খানের সিনেমা। তবে এবার সেই আনন্দে ভাটা পড়তে চলেছে। সেই সিনেমা হলটি শিগগিরই পরিণত হচ্ছে মাদ্রাসা ভবনে।
ছন্দা সিনেমা হলটি মাদ্রাসা কর্তৃপক্ষ কিনছেন জেনে উচ্ছ্বসিত এলাকাবাসী। মাদ্রাসা কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগকে স্বাধুবাদ জানান তারা। সেই সাথে অনেকেই মহান রবের দরবারে শুকরিয়া জানিয়েছেন। নিজেরাই মাদ্রাসা কর্তৃপক্ষকে সহযোগিতার হাত বাড়াবার আশ্বাস দিয়েছেন।
সিনেমাহলের পরিবর্তে মাদ্রাসা হবে জেনে মন ভরে ওঠার কথা জানান এলাকার প্রবীণরা। তারা মহান আল্লাহর কাছে মিনতি জানান যেন মাদ্রাসা কর্তৃপক্ষ এটা কিনে নিতে পারে। যে ভবনে লাইট, ক্যামেরা আর অ্যাকশনের গল্প হতো, সেই ভবনে এখন থেকে তিলাওয়তের মধ্য দিয়ে উঠে আসবে মহান আল্লাহর বাণী।
রায়পুরার হাসনাবাদ গ্রামের সিনেমা হলের সামনে বর্তমানে একটি ব্যানার যুক্ত আছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, এর চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে অগ্রিম পরিশোধ করা হয়েছে ৫০ লাখ টাকা। বাকি টাকা পরিশোধের জন্য এলাকাবাসীর নিকট চাওয়া হয়েছে সাহায্য।
ইদরিসিয়া দারুল কুরআন মাদ্রাসার জিম্মাদার মোক্কারম হোসাইন, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে দিন দিন শিক্ষার্থী বাড়তে শুরু করেছে। বর্তমানে স্থান সংকুলানের কারণে সিনেমা হল মালিক পক্ষের সাথে আলোচনা করেন তিনি।
ইদরিসিয়া দারুল কুরআন মাদ্রাসার মুতাওয়াল্লী শাজাহান মৃধা, এ বিষয়ে মাদ্রাসার অন্যতম পৃষ্ঠপোষক শাজাহান মৃধা বলেন মাদ্রাসার জন্য ২০ লাখ টাকা দিয়ে বায়না করেছেন। পরে সকলের সহযোগিতায় আবারও ৩০ লাখ টাকআ দেয়ার কথা জানান তিনি। সিনেমা হল ভেঙ্গে মাদ্রাসা নির্মাণের বিষয়ে সিনেমা হল মালিকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
টিবি
Discussion about this post