জনশক্তি খাতের ব্যবসাকে সকল সদস্যদের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য এক হয়েছে বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোট।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংগঠনটির মহামিলনমেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্যরা সদস্যদের এ আশ্বাস দেন। বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের আহ্বায়ক রবিউল ইসলাম রবিনের সভাপতিত্বে সদস্য সচিব মোজ্জামেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় বক্তারা বলেন, মালয়েশিয়াসহ সকল দেশের শ্রম বাজারের মতো যেনো আর কোনো শ্রম বাজারে সিন্ডিকেট না হয় সে লক্ষ্যে কাজ করবে। সেই সাথে যারা বায়রা সিন্ডিকেটের সাথ জড়িত, তাদের বয়কট করার জন্য আহ্বান জানানো হয়।
সিন্ডিকেট মুক্ত করে সুষ্ঠু সুন্দর ও সদস্য বান্ধব বায়রা গঠন করার জন্য কাজ করবে বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোট। সেই লক্ষ্যে সকলের সাহায্য সহযোগিতা চেয়েছে সংগঠনটি৷
অনুষ্ঠানের শুরুতে সভার সভাপতি রবিউল ইসলাম রবিন আগত সকল সদ্যসকে কোটা আন্দোলনের উপেক্ষ করে উপস্থিত হওয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের আহ্বায়ক রবিউল ইলাম রবিন স্বাগত বক্তব্য একটু ভিন্ন ভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, সিন্ডিকেট থেকে বের হতে চাই বলার পর আমার জীবনের নেমে আসে এক কালো অধ্যায়। আমাকে তারা নানা ভাবে হয়রানি করেছে। এমনকি আমার পরিবারের দুইটা লাইসেন্স আজ ১৩ মাস যাবৎ বন্ধ আছে। আমার বিরুদ্ধে তারা যে অভিযোগ দিয়েছিল তা থেকে মুক্তি দিয়েছে দেশের আইন। তিনি শ্রদ্ধা জানান দেশের আইনকে।
তিনি আরও বলেন, সততার সাথে ব্যবসা করেন। সততার সাথে থাকবেন ইনশাআল্লাহ বিজয় হবেই।
বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের পৃষ্ঠপোষক এম এ রশিদ শাহ সম্রাট বলেছেন, আজকে আপনাদের উপস্থিতর মাধ্যমে বায়রা যুব ঐক্য মহাজোটের জন্য আনন্দের দিন। আপনার জানেন আমার চেষ্ঠা করছি আমাদের ট্রেডের যে সব ব্যবসায়ী আছেন তাদের সকলকে একটি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে দিতে। যারা সিন্ডিকেট করে তাদেরকে বয়কট করুন। তারা আবারও নানা ভাবে চেষ্ঠা করবে বায়রার নেতৃত্বে আসার।
তিনি আরও বলেন, সিন্ডিকেটের কারণে আমাদের ব্যবসায় নানা রকমের প্রভাব পড়েছে। আমরা সবাই ঐক্য বদ্ধ হয়ে কাজ করবো। এই সিন্ডিকেটকে ভেঙ্গে সুন্দর ও শৃঙ্খল বায়রা গঠনের আপনাদের সহযোগিতা দরকার।
মহাজোটের সমন্বয়কারী ফজলুল মতিন চৌধুরী বলেন, বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটে এক হয়েছে সিন্ডিকেটকে ভাঙতে। ব্যবসায় কোনো সিন্ডিকেট চাই না। সিন্ডিকেটের কারণে আমাদের নানা রকমের সমস্যা হয়েছে। আমরা আগামীতের আর এই সমস্যা চাই না। আসুন সবাই মিলে বায়রা যৌগ্য নেতা তৈরি করে, সিন্ডিকেট মুক্ত বায়রা গঠন করি।
বায়রা সদস্য ক্যালণ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, আমি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলাম। ব্যবসা করে জীবনের সবচেয়ে বড় ইনভেস্ট করেছি এই ব্যবসায়। এদিকে আসার পর দেখি সিন্ডিকেট যার কারণে ভালোভাবে ব্যবসা করতে পারি নি। সকলে ব্যবসা করতে হবে। এবং ব্যবসা বান্ধব নেতা নির্বাচন করতে হবে।
বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোটের সমন্বয়কারী ফজুলল মতিন তৌহদ পক্ষ থেকে প্রেসে নোট পাঠ করেন রিক্রুটিং এজেন্সি ওর্নাস এসোসিয়শনের সভাপতি লায়ন নুরুল আলম। তিনি বলেন, বায়রা সদস্যদের মধ্য হতে অতি ক্ষুদ্র একটি কুচক্রি মহলের তৎপরতায় উভয় দেশের নীতিনির্ধারণী কিছু অসাধু কর্মকর্তার সমন্বয়ে একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন থেকে সিন্ডিকেট করে জনশক্তি রপ্তানির বাজারকে কুক্ষিগত করে রাখার কারণে দেশের অন্যতম চালিকাশক্তির এই সেক্টরটি মুখ থুবড়ে পড়েছে।
এছাড়ও এই সিন্ডিকেটের কারণে কি ক্ষতির কারণ সমূহ তুলে ধরেন। সিন্ডিকেটের কারণে কর্মী প্রেরণ সংখ্যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কমে গেছে। নির্দিষ্ট এজেন্সি ছাড়া বিদেশ যাওয়ার উপায় না থাকায় কর্মী প্রতি ৫ গুণ টাকা আদায় করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে টেকসই কর্মী গঠন প্রকৃয়ার উদ্যোগ গ্রহণ করা যায় না। শতকরা ৯৮ ভাগ রিক্রুটিং এজেন্সি ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত হয়।
সিন্ডিকেটের কারণে, সাধারণ এজেন্সি, বায়রা ও মন্ত্রনালয়ের মধ্যে নিয়মিত কলহ বেঁধে থাকে বলেও অভিযোগ করেন তিনি।
বায়রার সদ্য-সাবেক সভাপতি মোস্তফা মাহমুদ সিন্ডিকেট কারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বায়রাকে সিন্ডিকেট মুক্ত করতে হবে। আসুন সবাই মিলে শপথ করি সিন্ডিকেট মুক্ত বায়রা গঠন করবো।
বায়রার সাবেক ইসি সদস্য এবং তৃণমূল ঐক্যফ্রন্টের সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, আমাদের এই মহাজোটের কাছে সকল সিন্ডিকেট পরাজিত হবে ইনশাআল্লাহ।
সবশেষ সভাপতি রবিউল ইসলাম রবিন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন। সেই সাথে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠানে বায়রার সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও কেমটেক্স ওভারসীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম নাজমুল হক, টিপু কুইক ম্যানপাওয়ার সার্ভিসের স্বত্বাধিকারী মোহাম্মদ আমির হোসেন ভুইঞা টিপু, আল বুরুজ ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী আহসান হাবীব রাজু হক, তোহা তাওয়াব ইন্টারন্যাশনালের প্রোপাইটর এম এ আজিজ ভূঞাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
টিবি
Discussion about this post