জনশক্তি খাতের ব্যবসাকে সকল সদস্যদের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য এক হয়েছে বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোট। এ সময় জনশক্তি খাতে সিন্ডিকেট মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বায়রা গণতান্ত্রিক যুব ঐক্য মহাজোট নেতারা।
সোমবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংগঠনটির মহামিলন মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ হুঁশিয়ারি দেন। একই সঙ্গে আসন্ন বায়রা নির্বাচনে সিন্ডিকেটের সাথে জড়িত এমন নেতাদের বয়কট করারও আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনশক্তি রপ্তানি খাত স্বচ্ছ করতে সকল বায়রা সদস্যকে এগিয়ে আসার সময় এসেছে। যারা মিথ্যে প্রতিশ্রুতি নির্বাচনে বিজয়ী হয়ে জনশক্তি খাত ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে তাদের বিচারের দাবিও করেন বক্তারা।
মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিতে যে সিন্ডিকেট করা হয়েছে এতে তাদের ক্ষতির বিষয়টিও তুলে ধরেন বক্তারা। এ সময় তারা আগামী নির্বাচনে এ মহাজোটকে সমর্থনের অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক রবিউল ইসলাম রবিন, পৃষ্ঠপোষক এম এ রশিদ শাহ সম্রাট, সমন্বয়কারী ফজলুল মতিন তৌহিদসহ আরো অনেকে।
এ এস/
Discussion about this post