দর্শকপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান নিজের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। নাম চূড়ান্ত না হওয়া পুরোপুরি রোমান্টিক গল্পের এই সিনেমার নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ। ২০২৫ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।
নায়ক কিংবা পরিচালক এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না জানালেও এই সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের দাবি, বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে বিভিন্ন লোকেশনে শুটিং হবে সিনেমাটির। সিনেমাটির নায়িকা হতে যাচ্ছেন ছোটপর্দার একজন অভিনেত্রী।
রায়হান রাফীর রোমান্টিক সিনেমা ‘পোড়ামন ২’ এর মাধ্যমে সিনেমায় অভিষেক সিয়ামের। তারপর নানা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। আবার রোমান্টিক নায়ক হয়েই ফিরছেন তিনি।
এ ইউ/
Discussion about this post