সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো টি২০ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ পেয়েছে ১৭৫ রানের টার্গেট।
শনিবার (৯ মার্চ) তৃতীয় টি২০ ম্যাচে টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে চলতি সিরিজে তিন ম্যাচেই টস জিতল স্বাগতিকরা। টস হারলেও ব্যাটে শক্তি দেখাল সফরকারীরা। কুশল মেন্ডিসের ৮৬ রানের রাজসিক ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান তুলেছে সিংহলিজরা।
৫৫ বলে সমান ৬টি চার ও ৬ ছক্কায় ৮৬ রান করেন শ্রীলংকার ওয়ানডে দলনায়ক কুশল। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৩ বলে ১৫ ও শেষ দিকে দাসুন শানাকা ৯ বলে ১৯ রান করেন। তাসকিন আহমেদ ২৫ রানে ও রিশাদ হোসেন ৩৫ রানে দুটি করে উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টাইগারদের স্কোয়াডে কোনো পরিবর্তন নেই। তবে সফরকারীদের দলে আছে তিনটি পরিবর্তন। চোটে পড়া পেস সেনসেশন মাথিসা পাথিরানার জায়গায় আসছেন নুয়ান তুষারা আর দিলশান মাদুশঙ্কা জায়গা ছেড়ে দেবেন অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভাকে। রানখরায় ভোগা আভিস্কা ফার্নান্দোর জায়গায় এসেছেন ধনাঞ্জয়া।
ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। এজন্য করতে হবে ১৭৫ রান। এর আগে চারটি দ্বিপাক্ষিক সিরিজ খেললেও কখনো ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি। টাইগারদের সামনে এবার সেই সুযোগ।
শ্রীলংকার সঙ্গে এর আগে চারটি টি২০ সিরিজ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। বাকিটি হয়েছে ড্র। ২০১৩ সালে ঘরের মাঠে ১-০তে, ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে ২-০তে ও ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে ২-০তে টি২০ সিরিজ জয় করে শ্রীলংকা। ২০১৭ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজটা ১-১-এ ড্র হয়। এবার প্রথমবারের মতো সিংহলিজদের হারানোর হাতছানি শান্তদের সামনে।
প্রথম ম্যাচে জাকের আলী ও মাহমুদউল্লাহর লড়াকু ফিফটিতে ভর দিয়ে ২০৭ রান তাড়া করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। যদিও শেষ মুহূর্তের নাটকীয়তায় মাত্র ৩ রানে হেরে যায় টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে বোলিং ও ব্যাটিংয়ে দাপট দেখিয়ে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা।
টি২০তে এখন পর্যন্ত ১৫ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এই দ্বৈরথে সিংহলিজরাই এগিয়ে। তাদের ১০ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৫টি।
এফএস/
Discussion about this post