চাঁদপুরের পারভীন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ (৯ জুলাই) দেওয়া হবে।সিরিয়াল কিলার রসু খাঁ সহ তিনজনের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আজ (৯ জুলাই) চাঁদপুর আদালতে শুনানি হবে।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৪ জুলাই রসু খাঁসহ তিনজনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। আজ (৯ জুলাই) বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করবেন।
এস এম/
Discussion about this post