সিলেটি মেয়ে পটাতে ছেলেদের কি করতে হবে এ নিয়ে বললেন মডেল সামিরা খান মাহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। সেখানে উপস্থাপক তাকে প্রশ্ন করেন সিলেটি মেয়ে পটাতে ছেলেদের কি করতে হবে?
এই প্রশ্নের জবাবে মাহি বলেন, ভালো প্রশ্ন। আমার মনে হয় ভালো পার্সোনালিটি থাকতে হবে, জোকস জানতে হবে, হাসাতে জানতে হবে।
এমন জবাব দিয়ে নিজেই লজ্জা পাবার মতো করে হেসে বক্তব্যটি শেষ করেন।
প্রসঙ্গত, সামিরা খান মাহি একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তার আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। বিনোদন জগতে পা রাখার পর সবাই তাকে মাহি নামেই চেনেন। এই নামেই পেয়েছেন আকাশচুম্বি জনপ্রিয়তা। আপাতত কাজ নিয়ে বেশ ব্যস্ততার মধ্যেই আছেন তিনি।
এস এইচ/
Discussion about this post