সিলেট থেকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো হযরত শাহজালাল র. ও শাহপরাণ র. এর মাজার শরীফ জিয়ারত করে নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রীকে বরণ করতে নতুন সেজেছে সিলেট নগরী। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ইতোমধ্যে সিলেটে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাতির পিতার কন্যাকে বরণ করতে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তাঘাটসহ পুরো নগরীকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো সিলেটকে। বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। সমাবেশে ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাবে বলে আশাবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বরাবরের মতো সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দলের নির্বাচনি প্রচারণা শুরু করবেন বলে ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, দলের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও সিলেট থেকে নির্বাচনি প্রচারে নেমেছিলেন শেখ হাসিনা। সে সময় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত এবং সিলেটে সমাবেশের মাধ্যমে নির্বাচনি সফর শুরু করেছিলেন তিনি। এবারও তার সফরসূচিতে হজরত শাহজালাল ও শাহপরান (রহ:)-এর মাজার জিয়ারত রয়েছে।
জানা যায়, নির্বাচনি আচরণবিধি মেনে মঞ্চ নির্মাণ করা হয়েছে। সম্পন্ন হয়েছে মাইক লাগানো।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটকে নতুন রূপে সাজানো হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছি।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খান বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন। এবার ভোটের জোয়ারে মাতবে সিলেটবাসী। সিলেট বিভাগের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Discussion about this post