সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। স্বর্ণগুলো উড়োজাহাজের যাত্রীদের আসনের নিচে এবং শৌচাগারের বিভিন্ন জায়গায় লুকিয়ে হয়েছিল।
শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সোনার চালানটি আটক করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার বড়ধামাই এলাকার বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমান (৩৮), সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারের মো. সানু মিয়া (৩৫), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মো. আক্তারুজ্জামান (৪০) ও একই উপজেলার চাঁদপুর গ্রামের মিসফা মিয়া (৪৯)।
জানা যায়, দুবাই থেকে আসা ফ্লাইটটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় বিমানের যাত্রীরা নিজ নিজ আসনে বসা ছিলেন। উড়োজাহাজে তল্লাশি করে কয়েকটি আসনের নিচ থেকে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় সোনার বার উদ্ধার করা হয়। পরে বিমানের শৌচাগার তল্লাশি করে লুকিয়ে রাখা আরও সোনার ‘ডিম’ উদ্ধার করা হয়। সব মিলিয়ে ২৮০ সোনার বার ও ৬টি ডিম আকারের সোনার বল জব্দ করা হয়। সোনার বারগুলোর ওজন ৩২ কেজি ৬৪৮ গ্রাম এবং বলগুলোর ওজন দেড় কেজির বেশি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক সাজ্জাদুল করিম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট বিমানবন্দর থানায় মামলা করা হবে।
এদিকে কাস্টমস গোয়েন্দা বিভাগের পাঠানো খুদে বার্তায় জানানো হয়, সিলেট বিমানবন্দরে চার যাত্রীর কাছ থেকে এবং উড়োজাহাজের টয়লেট থেকে ৩২ কেজি ৬৫ গ্রাম সোনা (২৮০টি বার) এবং ৬টি ডিম (লিকুইড গোল্ড ১.৫ কেজি ) জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা হয়েছে প্রায় ৩৪ কেজি স্বর্ণ।
উল্লেখ্য, বিগত ২ অর্থবছরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক মোট ৩৮৩.১২৫ কেজি এবং চলতি অর্থবছরের ০৮ ডিসেম্বর পর্যন্ত মোট ৭৭.৩২ কেজি স্বর্ণ আটক করা হয়েছে।
Discussion about this post