সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার সন্ধ্যায় লাশ দুটি হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, রাত পৌনে ৮টার দিকে যুবকদের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নিহত দুই যুবক প্রায় সময় ভারতের সীমান্ত এলাকা থেকে লাকড়ি কুড়িয়ে আনতে যেত। ধারণা করা হচ্ছে গতকালও লাকড়ি কুড়াতে গিয়ে স্থানীয় ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারায় তারা। এই ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।রোববার ১৪ জুলাই বিকেলে সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হন কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ। তাদের মরদেহ প্রায় ৩০ ঘণ্টা সেখানে পড়েছিল। এরপর দুই দেশের সীমান্ত জটিলতা দূর করে সন্ধ্যায় তাদের মরদেহ হস্তান্তর করে ভারত।
এস এম/
Discussion about this post