সুনামগঞ্জের বাংলাবাজারে সীমান্ত রেখা অতিক্রম করে বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় মালুছ গারো ও তার ভাই করল গারো নামের দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার বিকালে বিজিবি সিলেট সেক্টরের ৪৮-সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা ভারতের মেঘালয় রাজ্যের শিলং ইস্ট খাসিয়া হিলস জেলার সাইগ্রাম থানার ডালিয়া বস্তির ভূপেন্দ্র গারোর ছেলে।
বিজিবি জানায়, সকালে ভারতীয় নাগরিক দুই সহোদর সীমান্ত রেখা অতিক্রম করছিল। বিনা পাসপোর্টে বাংলাদেশে অনপ্রবেশ করায় তাদেরকে আটক করা হয়েছে। পরে মামলা দায়ের করে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে।
এন পি/
Discussion about this post