গত রাত থেকে (বুধবার) বিভিন্ন স্থানে পাঠানো ১২টি ভারতীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারত গত রাতে বিভিন্ন স্থানে হারোপ ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালিয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্কতা ও সতর্কতার উচ্চ পর্যায়ে থাকা অবস্থায় এখন পর্যন্ত বিভিন্ন স্থানে ১২টি হারোপ ড্রোন ধ্বংস করেছে।
এদিকে কাশ্মীরের পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান এবং পাঞ্জাবকে সতর্ক অবস্থায় রেখেছে ভারত। পাকিস্তানের হামলার আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ প্রস্তুত থাকায় সব পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। জনসমাগমও নিষিদ্ধ করা হয়েছে।
পাকিস্তানের সাথে ১ হাজার ৩৭ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেওয়া রাজস্থানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখলে সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্থানের কর্তৃপক্ষ সীমান্তের কাছে যারা সেখানে বাস করেন না তাদের চলাচলও সীমিত করেছে।
এম এইচ/
Discussion about this post