সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। বুধবার সকালে চিনাকান্দি সীমান্ত এলাকা থেকে এই মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জর্জেট থান কাপড়, জামা, কসমেটিক্স সামগ্রী, চিনি, ফুসকা, কম্বল এবং মদ। বিষয়টি নিশ্চিত করেছেন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে চিনাকান্দি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯০ লাখ ৬৩ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এস এইচ/
Discussion about this post