সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য আয়নাল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার মধ্যরাতে ওই ছাত্রী বাদী হয়ে ধর্মপাশা থানায় মামলা করেছেন। আয়নাল ধর্মপাশা থানার কনস্টেবল এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ইলামপুর দুভাগ গ্রামের নুর উদ্দিনের ছেলে।
ওই ছাত্রী এবছর এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। থানার সামনে দিয়ে আসা যাওয়ার পথে আয়নালের সাথে ছাত্রীর পরিচয় তারপর প্রেম। পরবর্তীতে গত ২৬ জুন আয়নাল ছাত্রীটিকে নিয়ে সুনামগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরে আয়নালকে বিয়ের জন্য চাপ দিলে আয়নাল ছাত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায় এবং সোমবার মধ্যরাতে আয়নালের বিরুদ্ধে মামলা করে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, আয়নাল হকের বিরুদ্ধে ওই ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় আয়নালকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ডাক্তারী পরীক্ষার জন্য ওই ছাত্রীকে সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এস এইচ/
Discussion about this post