সালাত বা নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে দ্বিতীয়। এটি অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। ইরশাদ হয়েছে, ‘যখন তোমরা সালাত (নামাজ) পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে, তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসা, আয়াত: ১০৩)
অন্যদিকে, ওয়াক্তমতো নামাজ আদায় করা খোদ মহান রবের নিকট প্রিয় একটি আমল।
তবে বর্তমান সময়ে কর্মব্যস্ততায় অনেককে সুন্নত না পরে শুধুমাত্র ফরজ আদায় করতে দেখা যায়। উদাহরণস্বরুপ, কেউ এশার ওয়াক্তে চার রাকাত ফরজ নামাজের আগে-পরের সুন্নত বাদ দিয়ে শুধুমাত্র ওয়াক্তের ফরজ নামাজ আদায়ের দায়িত্ব সেরে নেন। এক্ষেত্রে প্রশ্ন হলো- এভাবে সুন্নত বাদে কেউ যদি শুধু ফরজ নামাজ আদায় করেন তাহলে কি সালাত বা নামাজ পরিপূর্ণভাবে আদায় হবে?
শায়খ আহমাদুল্লাহসহ অধিকাংশ আলেমদের মত, শুধু ফরজ নামাজ আদায় করলে ওয়াক্তের নামাজের যে দায়িত্ব সেটি আদায় হয়ে যায়। এ ক্ষেত্রে সুন্নত না পড়লেও হয়, কিন্তু সবসময় এমনটা করা উচিত নয়। কারণ, সুন্নত আদায় নামাজের ওয়াক্তের প্রস্তুতির মতো। তবে ঠিকভাবে ও পরিপূর্ণভাবে নামাজ আদায়ের ক্ষেত্রে সুন্নত আদায় করাও জরুরি।
এস এম/
Discussion about this post