বিরল সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব। এরইমধ্যে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। আজ সোমবার ( ৮ এপ্রিল) মহাজাগতিক এ দৃশ্যের সাক্ষী হবে বিশ্ববাসী। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় কয়েক মুহূর্তের জন্য দিনের বেলাতেও অন্ধকারে ঢেকে যাবে বিশ্ব।
সূর্যগ্রহণের প্রভাব পড়েছে সার্চ ইঞ্জিন গুগলেও। সোমবার দেখা গেছে, গুগলে ‘সূর্যগ্রহণ’ বা ‘Solar Eclipse’ লিখে সার্চ দিলেও দেখা যাচ্ছে ‘প্রতীকী’ সূর্যগ্রহণের ভেলকি। সেকেন্ডের জন্য প্রতীকী সূর্য ঢেকে যাচ্ছে ছায়ায়।
মূলত, সূর্য ও পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদ এসে পড়লে পৃথিবীর একটা অংশ সম্পূর্ণ ঢেকে যায় সেই ছায়ায়। আর এতেই অন্ধকারে দিন হয়ে যায় রাতের মতো। মহাজাগতিক এ ঘটনাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আজ সোমবার (৮ এপ্রিল) এমনই এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।
সোমবারের মহাজাগতিক এ দৃশ্য সরাসরি দেখা যাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো থেকে। স্থানীয় সময় ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দেখা যাবে প্রথম সূর্যগ্রহণ।
এরপর চাঁদের ছায়া আস্তে আস্তে সরে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে দৃশ্যমান হবে সূর্যগ্রহণ। এদিন ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের নির্দিষ্ট স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
টিবি
Discussion about this post