রাজধানীর সেগুনবাগিচায় বারডেম-২ এর সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো: আখতারুল ইসলাম।
তিনি বলেন, ওই সময়ের হাসপাতালের পাশের গলি থেকে কয়েকজন মিছিল বের করে। তাদের পুলিশ ধাওয়া দেয়। এরপর পালিয়ে যাওয়া সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এ বিষয়ে যথাযথ আইনগত প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ এস/
Discussion about this post