আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সামনে হাজির হতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে তলব করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে এই কমিটির সামনে তাকে হাজির হতে হবে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কমিটির তরফ থেকে এক চিঠিতে এই তলব করা হয়েছে।
২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এই সেনা প্রত্যাহার নিয়ে তদন্ত করছে বিরোধী দল রিপাবলিকান নেতা ম্যাককালের কমিটি। তবে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে বিষয়টি একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিষয়টিকে বাইডেন সরকারের দুর্বলতা হিসেবে দেখিয়ে রাজনৈতিকভাবে ফায়দা নেয়ার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির।
পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাল চিঠিতে বলেছেন, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ব্লিঙ্কেনকে কমিটির সামনে হাজির হতে হবে। অন্যথায় তাকে কমিটির আদেশ অবমাননার অভিযোগের মুখোমুখি হতে হবে।
চিঠিতে আরো বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের বর্তমান ও সাবেক কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে সেনা প্রত্যাহার ও উদ্ধারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্লিঙ্কেন নিয়েছেন। তাই এই ধরনের ভুল ঠেকাতে তিনিই কমিটির পর্যালোচনায় সহায়তা করতে পারবেন।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, এই কমিটির নির্ধারিত তারিখে সাক্ষ্য দিতে পারবেন না ব্লিঙ্কেন। তবে ম্যাককালের প্রকাশ্য শুনানিতে হাজির হতে যুক্তিসঙ্গত বিকল্প তারিখ প্রস্তাব করেছেন তিনি।
তিনি জানান, কংগ্রেসের সামনে আফগানিস্তান নিয়ে ১৪ বার সাক্ষ্য দিয়েছেন ব্লিঙ্কেন। যার মধ্যে চারবার ম্যাককালের কমিটির সামনে। পররাষ্ট্র দপ্তরের এই কমিটিকে প্রায় ২০ হাজার পৃষ্ঠার নথি, একাধিক উচ্চ-স্তরের ব্রিফিং ও রেকর্ডেড সাক্ষাৎকার প্রদান করা হয়েছে।
সূত্রঃ রয়টার্স
এ ইউ/
Discussion about this post