অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের পর টাইগারদের নেট রানরেট হয়েছে ০.৩৪৮। তবে শেষ চারে খেলতে আরিফুল-রাব্বিদের নানা সমীকরণও মিলাতে হবে।
বর্তমানে ১.০৬৪ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে পাকিস্তান। রানেরেটে এগিয়ে থাকায় পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। যেন পাকিস্তানের রানরেট নেমে আসে বাংলাদেশের নিচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ বা তার কম রান করলে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে জিততে হবে যুবাদের।
অর্থাৎ, বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ রান করলে পাকিস্তানকে ২০০ রানের আগে আটকে রাখতে হবে। সেক্ষেত্রে ০.০০১ বেশি থাকবে বাংলাদেশের রানরেট। তবে বাংলাদেশের ২৫০ পার হয়ে গেলে ব্যবধান রাখতে হবে কমপক্ষে ৫১ রান।
অন্যদিকে, পাকিস্তান যদি আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে। ৩০০ রান টার্গেট থাকলে ৩৯.৩ ওভার পর্যন্ত খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮.৪ ওভার সময় পাবে বাংলাদেশ।
এ এস/
Discussion about this post